মিলানে শোক দিবস পালন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৯, ২৩:২২

যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, পবিত্র কোরান থেকে তেলাওয়াত, ১৫ আগস্টে সকল শহীদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন এবং এ উপলক্ষে আয়োজিত খতমে কোরান ও বিশেষ দোয়া।

আরো ছিল বঙ্গবন্ধুর উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন।

জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

এরপর বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সমাপনী বক্তব্য দেন কনসাল জেনারেল ইকবাল আহমেদ। পরে কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে আপ্যায়ন করা হয়।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :