কাশ্মীরে মানবাধিকার ও শান্তির প্রার্থনা মমতার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৯, ১৬:৫৭| আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৭:১০
অ- অ+

কাশ্মীরের নাগরিকদের অধিকার পুরোপুরিভাবে লঙ্ঘন করা হচ্ছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

সোমবার মানবিকতা দিবস উপলক্ষে এক টুইটে মমতা লিখেন,‘আজ বিশ্ব মানবিকতা দিবস। কাশ্মীরের মানুষদের অধিকার পুরোপুরিভাবে লঙ্ঘন করা হচ্ছে। আমরা সবাই কাশ্মীরের মানবাধিকার ও শান্তির জন্য প্রার্থনা করি।’

সকালে মুখ্যমন্ত্রী টুইটের দ্বিতীয় অংশে লিখেন,‘মানবাধিকার রক্ষা আমার হৃদয়ের খুব কাছের বিষয়। ১৯৯৫ সালে মানবাধিকার লঙ্ঘন ও লক-আপে মৃত্যুর প্রতিবাদে আমি ২১দিন রাস্তায় নেমে আন্দোলন করেছি।’

এ টুইটারের মাধ্যমে তিনি মানবাধিকার প্রশ্নে কখনও আপস করেননি, এমন বার্তা দিতে চেয়েছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

ক্ষমতাসীন বিজেপি দল মমতার টুইটের নিন্দা করেছে।

মমতার মন্তব্যের প্রতিবাদে বিজেপির সংসদ সদস্য স্বপন দাশগুপ্ত বলেন,‘মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলতে চাইছেন, সেটা একটু স্পষ্ট করে বললে ভাল হয়। উনি কি কাশ্মীরকে পুরোপুরি ভারতের অঙ্গ হিসেবে দেখতে চান না? যদি না চান, তা হলে স্পষ্ট করে বলে দিন। সবারই বুঝতে সুবিধা হবে যে, তিনি ঠিক কী চাইছেন।’

কলকাতার বিজেপির নেতারা অভিযোগ করছেন মমতা ভোটের রাজনীতির উদ্দেশ্যে কাশ্মীরকে কেন্দ্র করে রাজনীতি করছেন।

ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের কারণে কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ বাতিল করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রিয় সরকার কাশ্মীরের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় কারফিউ জারি করেছে। সাবেক দুই মুখ্যমন্ত্রীসহ চার হাজার মানুষকে আটক করা হয়েছে। মোবাইল-ইন্টারনেট সংযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।

ঢাকাটাইমস/১৯আগস্ট/আরআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
ইরান ও ইউক্রেন নিয়ে ট্রাম্প-পুতিন এক ঘণ্টা ফোনালাপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা