যশোরে ১৯২ ডেঙ্গু রোগী

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৯, ২১:৪৪
অ- অ+

যশোরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ৪২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ১৯২ জন ডেঙ্গু রোগী।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত যশোর জেলায় মোট ৬৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯৩ জন। আর বর্তমানে যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৯ জন, ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮২ জন ও বেসরকারি হাসপাতালে ৩১ জন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, তারা এ পর্যন্ত ৪৪৪ জন রোগী পেয়েছেন। ইতোমধ্যে ৩৬৫ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি ১৯ জন নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৯ জন।

রোগীর সংখ্যা বাড়ছে জানিয়ে তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থাপনা ভালোভাবে চলছে। কোন ধরনের সংকট নেই। এছাড়া স্থানীয়ভাবে আক্রান্ত ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব
সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
রণবীর-ইয়াশের ‘রামায়ণ’: ১৬০০ কোটি রুপি বাজেটের ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা
শিক্ষার্থীদের জন্য ডুয়ার অফিস সবসময় খোলা: দুদু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা