বাড়ির পার্টিতে মাদক! কী বললেন করণ জোহর!

দিন কয়েক আগে করণ জোহরের হাউস পার্টিতে মাদক দ্রব্যের ব্যবহার নিয়ে অভিযোগ করেছিলেন শিরোমণি অকালি দলের বিধায়ক মনজিন্দর সিংহ শিরসা। এত দিন এ নিয়ে কোনো কথা বলেননি বলিউড পরিচালক। কিন্ত আর পারলেন না। এবার জবাব দিলেন। বলছেন, যাকে নিয়ে মাদকের এই অভিযোগ, সেই ভিকি তখন লেবু-জল খাচ্ছিলেন।
ওই পার্টিতে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, ভিকি কৌশলের মতো তারকারা।
ভিকি কৌশলের মাদকদ্রব্য ব্যবহার প্রসঙ্গে করণের জবাব, ‘নাক পরিষ্কার করাও এখন অপরাধ! আলোর ছায়া পড়লে সেটাকে পাউডার ভাবা হয়। ডেঙ্গি জ্বর থেকে সবে উঠেছে ভিকি। ও লেবুজল খাচ্ছিল। ভিডিও তোলার পাঁচ মিনিট আগে আমার মা এসেও বসেছিল ওই আড্ডায়।’
(ঢাকাটাইমস/২০আগস্ট/মোআ)

মন্তব্য করুন