আমার উন্নতিতে ভূমিকা আছে মেসির: রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো না লিওনেল মেসি, কে বড়? সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে এক দশকেরও বেশি সময় ধরে এই নিয়ে তর্ক চলছে। তবে রোনালদো জানিয়ে দিলেন, তিনি মেসির সঙ্গে স্বাস্থ্যকর প্রতিযোগিতা উপভোগ করেন। মেসির সঙ্গে এই প্রতিযোগিতার জন্যই তিনি খেলোয়াড় হিসেবে উন্নতি করতে পেরেছেন বলেও জানিয়েছেন ‘সিআর সেভেন’।
সংবাদমাধ্যমকে রোনালদো জানিয়েছেন, ‘মেসির ক্যারিয়ারের প্রতি আমি শ্রদ্ধাশীল। ও জানিয়েছে, আমি স্পেন ছাড়ায় হতাশ হয়েছে। ও আমাদের মধ্যে চলা প্রতিযোগিতাকে স্বীকৃতি দিয়েছে। ওর সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা আছে। তবে এটা নতুন কিছু নয়। বাস্কেটবলে মাইকেল জর্ডনের প্রতিদ্বন্দ্বী ছিল, ফর্মুলা ওয়ানে আয়ার্টান সেনা ও অ্যালেন প্রস্টের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। তাঁদের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা ছিল। আমার কোনও সন্দেহ নেই, মেসি আমাকে খেলোয়াড় হিসেবে উন্নতি করতে সাহায্য করেছে। মেসির ক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছে। আমি ট্রফি জিতলে মেসির নিশ্চয়ই মানসিক দংশন হয়। ও ট্রফি জিতলে আমারও একই অবস্থা হয়।’
রোনালদো আরও জানিয়েছেন, ‘আমার সঙ্গে মেসির দুর্দান্ত পেশাদারী সম্পর্ক আছে। কারণ, ১৫ বছর ধরে আমরা একই মুহূর্ত ভাগ করে নিচ্ছি। আমরা কোনোদিন একসঙ্গে নৈশভোজ করিনি। তবে ভবিষ্যতে না করার কোনও কারণ নেই। তাতে আমার কোনও সমস্যা নেই।’
(ঢাকাটাইমস/২২ আগস্ট/এসইউএল)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

অনুশীলনের সুযোগ সবাই কাজে লাগাচ্ছে: বাশার

বাংলাদেশ গেমসে সালমাদের ১০ উইকেটের জয়

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

সঙ্গীর অভাবে সেঞ্চুরির আফসোস ওয়াশিংটনের

স্মিথকে অধিনায়কত্ব না দেয়ার কারণ নেই: উসমান

ভারতে থামছেই না ক্রিকেট জুয়াড়িদের দৌরাত্ম্য

বাভুমার নেতৃত্বে বিশ্বকাপ খেলবে দক্ষিণ আফ্রিকা

অতিরিক্ত সময়ের গোলে ভ্যালেন্সিয়ার জয়

শেবাগ-শচীনের ব্যাটিংয়ে পাত্তাই পেলেন না রফিকরা
