সাতক্ষীরায় গুলিতে ১৪ মামলার আসামি নিহত

সাতক্ষীরা সদর উপজেলায় মুনসুর শেখ নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ, যিনি শীর্ষ মাদক কারবারি ও ১৪ মামলার আসামি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। শুক্রবার সকালে উপজেলার বাঁকাল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মুনসুর শেখ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হামিদ শেখের ছেলে।
সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সদরের বাঁকাল এলাকার আব্দুস সবুরের ঘেরের মধ্যে ভোরে মাদক কারবারিদের দুই পক্ষের গোলাগুলি হয়। সকালে ঘেরের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। মুনসুরের বিরুদ্ধে থানায় ১৪টি মাদক মামলা রয়েছে বলে জানান ওসি।
ঢাকাটাইমস/২৩আগস্ট/এমআর

মন্তব্য করুন