আলফাডাঙ্গায় স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ আগস্ট ২০১৯, ১৬:২১

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বেচ্ছাশ্রমে চলাচলের অনুপোযোগী হয়ে পড়া একটি রাস্তা মেরামত করেছে গ্রামবাসী। এতে মানুষের দুর্ভোগ লাঘব হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে অনেকে।

শনিবার দিনব্যাপী উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম বাজার হতে উথলী-আড়পাড়া (উত্তরপাড়া)-বেড়িরহাট বাজার যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তার উথলি-আড়পাড়া মোল্যাপাড়া অংশের ভাঙ্গা অংশে বালু এবং ইট দিয়ে মেরামত করে আড়পাড়া গ্রামের মোল্যাপাড়ার লোকজন। সব পেশার মানুষ তাদের নিজস্ব অর্থ এবং শ্রম দিয়ে রাস্তাটি চলাচলের উপযুক্ত করেন।

এ বিষয়ে আড়পাড়া নিবাসী শিরগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হায়াত মাহমুদ লিটন মোল্যা বলেন, ‘এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজারও মানুষ যাতায়াত করেন। প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে, তাই গ্রামবাসীদের এ উদ্যোগ। আশা রাখি, এ কাজের ফলে দুর্ঘটনা কিছুটা দূর হবে এবং কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে দ্রুত রাস্তাটি মেরামত করে একটা স্থায়ী সমাধান।’

(ঢাকাটাইমস/৩১আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :