নারীদের সেবায় ৯০ বছরেও অনন্য জহিরন বেওয়া

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৮
অ- অ+

বাংলাদেশের সামাজিক বাস্তবতা হার মেনেছে জহিরন বেওয়ার কাছে। বয়স ৯০ পেরিয়ে গেছে। তবুও কমেনি এই নারীর উদ্যম। বাইসাইকেল চালিয়ে গ্রাম থেকে গ্রামে ছুটে চলেন তিনি। প্রত্যন্ত অঞ্চলের নারীদের পরিবার পরিকল্পনাসহ নানা স্বাস্থ্য পরামর্শ দেন তিনি। এলাকায় তার পরিচিতি ছড়িয়েছে ‘বাংলার নানি’ নামে। এ নামেই তাকে চেনে লালমনিরহাটের মানুষ।

যে বয়সে অন্যের সাহায্য ছাড়া চলাফেরাই মুশকিল, সেই বয়সে বাইসাইকেল চালিয়ে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা দিচ্ছেন জহিরন বেওয়া। অল্প বয়সে স্বামী হারান তিনি। তিন সন্তানকে বড় করেছেন কষ্টেসৃষ্টে। ১৯৭৩ সালে পরিবার পরিকল্পনা বিষয়ে ধাত্রীবিদ্যায় প্রশিক্ষণ নেন। এরপর বিভিন্ন সময় স্থ্যকর্মীদের সঙ্গে কাজ করে অর্জন করেন অভিজ্ঞতা। প্রথমে সামান্য মজুরিতে চুক্তিভিত্তিক চাকরি করলেও এখন কোনো স্বার্থ ছাড়াই কাজ করছেন মানবসেবায়।

জহিরন বেওয়া বলেন, ‘তারা আমারে নানি ডাইকা সবকিছু কয়। আমি পরামর্শ দেই। হাসপাতালে পাঠায়ে দেই। ওষুধপাতি দেই। আল্লাহর রহমতে সুস্থ হয়।’

পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ, কিশোরীদের মাঝে সচেতনতা সৃষ্টি ও গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবা দেওয়ায় খুশি পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারাও। লালমনিরহাট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক হারুন অর রশিদ বলেন, ‘বয়সকে তোয়াক্কা না করে তিনি পরিবার পরিকল্পনার এই কাজে নিবেদিত। এ রকম আরও বাংলার নানি যদি আমরা গ্রামে গ্রামে সৃষ্টি করতে পারতাম, তাহলে আমাদের লক্ষ্য পূরণ করতে পারতাম আরও দ্রুত।’

মানবসেবা যার নেশা তার কাছে বয়স কোনো বাধা নয় তারই নজির ‘বাংলার নানি’। পুরো বাংলাদেশের কাছে বাংলার এবং মানবতার নানী হিসেবে পরিচিতি লাভ করাই জীবনের শেষ চাওয়া বলে জানান জহিরন বেওয়া।

ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা