বিয়ের দাবিতে ছাত্রদল নেতার বাড়িতে অনশনে কলেজছাত্রী

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৪
অ- অ+

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দালালপাড়া এলাকায় ছাত্রদল নেতা রবিউল হাসানের বাড়িতে বিয়ের দাবিতে দুই দিন ধরে অনশন শুরু করেছেন তার প্রেমিকা এক কলেজছাত্রী। মঙ্গলবার দুপুর থেকে ওই ছাত্রী অনশন শুরু করেন।

বরিউল হাসান উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক। পাশাপাশি তিনি সাংবাদিকতাও করেন। ঢাকার একটি অনলাইন নিউজপোর্টালের জেলা প্রতিনিধি।

রবিউল ভূমি অফিসের অবসরপ্রাপ্ত পিয়ন হবিবর রহমানের একমাত্র ছেলে। আর অনশনরত মেয়ের বাবা ভবানীপুর ছেপাতিয়া কামিল মাদ্রাসার দপ্তরি বলে জানা গেছে।

অনশনরত কলেকছাত্রী জানান, রবিউল বিয়ের কথা বলে তাকে বিভিন্ন স্থানে নিয়ে দৈহিক মেলামেশা করেছেন। এখন তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় তিনি তার বাড়িতে অবস্থান নিয়েছেন।

তবে রবিউল হাসান জানান, মেয়েটি পূর্বপরিচিত হওয়ায় তার সঙ্গে ফেসবুকে গত দুই মাস ধরে কথা হচ্ছে। মেয়ের সঙ্গে তার অনৈতিক কোনো সম্পর্ক নেই। তাকে সামাজিকভাবে হয়রানি করতেই এই ষড়যন্ত্র করা হচ্ছে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
আনসার একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন মহাপরিচালক
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা