শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আনসার আটক

ব্যুরো প্রধান (বরিশাল), ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৬
অ- অ+

বরিশালের উজিরপুরে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ডেকে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা চালায় এক আনসার কমান্ডার। এসময় আনসার-ভিডিপি কমান্ডারকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট বাজারে এই ঘটনা ঘটে। শিশু শিক্ষার্থীর বাবা আনসার কমান্ডারের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

গ্রেপ্তার শাহ আলম মোল্লা উপজেলার জল্লা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাহেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাইরে বের হয়। স্কুলের নিকটে আনসার কমান্ডার শাহ আলম মোল্লার একটি লন্ড্রি দোকান রয়েছে। সে শিশুটিকে কথা শোনার জন্য দোকানে ডেকে নেয়। পরে তাকে দোকানের দোতলায় নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে। এসময় স্থানীয়রা শিশুটির চিৎকার শুনে তাকে উদ্ধার করে এবং আনসার কমান্ডারকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়রা আনসার কমান্ডারকে পুলিশের হাতে তুলে দেয়। পরে শিশুটির বাবা মামলা করেন।

(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
আনসার একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন মহাপরিচালক
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা