সুশাসন নিশ্চিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অভিযোগ বক্স

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫২

সব ধরনের কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত ও সুশাসন নিশ্চিত করতে জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অভিযোগ বক্স উদ্বোধন করা হয়েছে। রবিবার প্রশাসন ভবনের নিচতলায় এ বক্সের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর আমাদের প্রথম এজেন্ডা ছিল ক্যাম্পাসকে দুর্নীতিমুক্ত করা এবং সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয় পরিবারের যে কেউ এখানে বস্তুনিষ্ঠ অভিযোগ দিতে পারবেন এবং অভিযোগের প্রতিকার করা হবে।’

উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান বলেন, ‘জাতীয় শুদ্ধাচারের অংশ হিসেবে ক্যাম্পাসে এ স্বচ্ছ অভিযোগ বক্সের উদ্বোধন করা হলো। আমাদের সরকার প্রধান স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্তভাবে দেশ পরিচালনা করে যাচ্ছেন। আমরাও বিশ্ববিদ্যালয় পরিচালনায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।’

কোষাধ্যক্ষ ড. সেলিম তোহা বলেন, ‘সরকারের দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে দেশে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে এবং সকল ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এরই প্রয়াসে এই স্বচ্ছ অভিযোগ বক্সটি অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অভিযোগ বক্স স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ, অধ্যাপক ড. মাহবুবর রহমান, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও দায়িত্বপ্রাপ্ত প্রক্টর (ভার.) ড. আনিচুর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বহ্মণসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তের অগ্রগতি জানাতে আল্টিমেটাম

ইবি বিজনেস ক্লাবের যাত্রা শুরু; সভাপতি নাজিম, সম্পাদক রাফায়েল

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি হলেন পাবনার দুলাল

স্বাধীন ফিলিস্তিন আন্দোলনে সংহতি জানিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে সমাবেশ

বেরোবি ও বাংলাদেশ মেরিন একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে পাঠদান

বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সভা 

ইবি এবং তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক

‘কর্মনিষ্ঠ ও ত্যাগী পেশাজীবীকে প্রতিষ্ঠান সবসময় মনে রাখবে’

এই বিভাগের সব খবর

শিরোনাম :