বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৫
অ- অ+

ঠাকুরগাঁওয়ে একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগেছে। এতে একজন নিহত এবং ১৫ জনের মতো আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার ভোর চারটার দিকে ঢাকা-ঠাকুরগাঁও সড়কের হাজিরমোড় নামক এলাকায় (বিজিবি ক্যাম্পের সামনে) এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি নৈশকোচ ঠাকুরগাঁও শহরে প্রবেশ করছিল। প্রবেশের পূর্ব মুহুর্তে বিজিবি ক্যাম্প সংলগ্ন হাজির মোড় এলাকায় পৌঁছলে যানটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে কোচটি রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করলে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হন ১৫ জন। আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা