সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বউ-শাশুড়ির মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১৭
অ- অ+

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ ও শাশুড়ি মারা গেছেন।

নিহতরা হলেন- গিরিন্দ্র দাসের স্ত্রী সন্ধ্যা রানী দাস ও রিংকু দাসের স্ত্রী সেবা রানী দাস। উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

মেঘারকান্দি গ্রামের বাসিন্দা বকুল দাস জানান, সোমবার দুপুরের দিকে নিজ ঘরে পল্লী বিদ্যুতের সংযোগের তার ছিঁড়ে ঘরের গ্রিলে পড়লে গৃহকর্তা গিরিন্দ্র দাসের স্ত্রী সন্ধ্যা রানী দাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। চিৎকার শুনে ছেলে রিংকু দাসের স্ত্রী সেবা রানী দাস শাশুড়িকে রক্ষায় এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় পরিবারের লোকজন তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীর মৃত্যুর খবর পেয়েছি। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা