লক্ষ্মীপুরে ডাকাতের হামলায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১০:২২
অ- অ+

লক্ষ্মীপুরে ডাকাতদের হামলায় আতিকউল্ল্যাহ নামে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে পৌর শহরের ১৫ নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আতিক উল্যাহ মৃত মুসলিম মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, পৌরশহরের পশ্চিম-লক্ষ্মীপুর এলাকার আতিক উল্যাহর বাড়িতে রাত তিনটার দিকে ৫/৬ জন ডাকাত ঢোকে। পরে আতিকসহ পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ডাকাতি করে। বাধা দিলে হামলায় আতিক উল্যাহ নিহত হয়।

পরে ডাকাতরা চার ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ও সদর থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতিকালে আতিক উল্ল্যাহ নামের একজন নিহত হয়েছে। ঘটনার তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।

ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা