টি-টোয়েন্টিতে নাইট রাইডার্সের রেকর্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২২
অ- অ+

টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান কিং খানের দলের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ইতিহাস গড়ল কাইরন পোলার্ডের নেতৃত্বাধীন ত্রিনবাগো নাইট রাইডার্স।

জ্যামাইকা তালাওয়াশের বিরুদ্ধে ২ উইকেটে ২৬৭ রান তুলে টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করল ত্রিনবাগো নাইট রাইডার্স। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এটাই সর্বোচ্চ রান। টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ রান রয়েছে আফগানিস্তান ও চেক প্রজাতন্ত্রের দখলে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান ও তুরস্কের বিরুদ্ধে চেক প্রজাতন্ত্র ২৭৮ রান করে যুগ্মভাবে সর্বোচ্চ রানের রেকর্ড নিজেদের দখলে রেে ছে।

নাইট রাইডার্স ও তালাওয়াশ ম্যাচে ৩৫টি ছয় হয়েছে। ছক্কা হাঁকানোর দিক থেকেও টি-২০ ক্রিকেটের ইতিহাসে এটাও দ্বিতীয় সর্বোচ্চ। টি-২০ ক্রিকেটে সর্বাধিক ৩৭টি ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে৷ মঙ্গলবার সেন্ট কিটস নেভিস পোট্রেটস ও জমাইকা থালাওয়াস ম্যাচে ৩৭টি ছক্কা হয়। এর আগে, গত বছর বাখ লেজেন্ডস ও কাবুল জওয়ানান ম্যাচে প্রথমবার ৩৭টি ছয় হয়৷ ঘটনাচক্রে তিনটি ম্যাচেই খেলেছেন ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল৷

শুক্রবার রাতে নাইট রাইডার্সের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিং নেন জামাইকা তালওয়াশ ক্যাপ্টেন গেইল৷ নাইট রাইডার্সের হয়ে দুরন্ত ইনিংস খেলেন লেন্ডল সিমন্স৷ অল্পের জন্য টুর্নামেন্টে প্রথম সেঞ্চুরি হাতছাড়া ত্রিনবাগো ওপেনারের৷ ৪২ বলে ৮৬ রান করেন সিমন্স৷ তবে ম্যাচের সর্বোচ্চ স্কোর ৫০ বলে ৯৬। ইনিংসে আটটি ছয় ও ছটি বাউন্ডারি মারেন তিনি৷ এ ছাড়াও পোলার্ড ১৭ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন ত্রিনবাগোর অলরাউন্ডার৷

জবাবে গ্লেন ফিলিপস ও গেইল দারুণ শুরু করেন৷ ৩৯ বছরের গেইল করেন ৩৯ এবং ফিলিপস ৩২ বলে ৬২ রানের ইনিংস খেলেন৷ কিন্তু পাঁচ উইকেটে ২২৬ রানের বেশি তুলতে পারেনি থালাওয়াস৷ ৪১ রানে জয় পায় নাইট রাইডার্স।

(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
শহীদ জিয়ার মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা