১৫ বছর পর রাজবাড়ী মহিলা আ.লীগের কমিটি

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৮
অ- অ+

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ রাজবাড়ী জেলা শাখার নতুন কমিটি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

প্রাথমিক পর্যায়ে সভাপতি হিসেবে তানিয়া সুলতানা কংকন, সহসভাপতি হিসেবে মেহেদি হাসিনা পারভীন, সাধারণ সম্পাদক হিসেবে সাদিয়া চৌধুরী তন্বী এবং সহসাধারণ সম্পাদক হিসেবে হাসিনা ইসলামের নাম ঘোষণা করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি সাফিয়া খাতুন।

এর আগে দিনব্যাপী রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্ব।

সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সাংসদ জিল্লুল হাকিম।

বিশেষ অতিথি ছিলেন- রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।

প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।

সভায় সভাপতিত্ব করেন- রাজবাড়ী মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি কামরুন্নাহার লাবলী চৌধুরী।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা