খালুর ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা, ঢামেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৫
অ- অ+

ঢাকার কেরানীগঞ্জ ‍উপজেলায় খালুর ধর্ষণে অন্তঃত্ত্বা হয়ে পড়া ১২ বছরের এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাত পৌনে ৮ টায় কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মোল্লাহ শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় শিশুটির খালুকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, শিশুটির মা অনেক আগেই মারা গেছেন। তার বাবা আরেকটি বিয়ে করে অনত্র থাকেন। শিশুটি তার খালার বাসা কেরানীগঞ্জ থেকে মাদ্রাসায় পড়াশোনা করত। সেখানে তার খালা যখন বাসায় না থাকে তখন শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করতেন খালু। এখন শিশুটি চার মাসের অন্তঃসত্ত্বা।

এসআই রাসেল মোল্লাহ বলেন, গত মার্চ মাসে বিভিন্ন সময়ে একাধিক বার ধর্ষণ করা হয় শিশুটিকে। শিশুটি ভয়ে কিছুই বলতে পারতো না। পরে শিশুটি যখন অন্তঃসত্ত্বা হয়ে পরে তখন বিষয়টি জানাজানি হয়। তখন শিশুটির বাবা জানতে পেরে বিষয়টি থানায় অভিযোগ করেন। পরে আমরা শিশুটির খালু লিটন সরর্দার (৩৮)কে আটক করি। লিটন সর্দার পেশায় রাজমিস্ত্রী। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য রাতে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা