বগুড়ার শেরপুরে প্রতিবন্ধীর স্ত্রীকে শ্লীলতাহানি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৮
অ- অ+

বগুড়ার শেরপুরে দড়িমুকুন্দ গ্রামে প্রতিবন্ধীর স্ত্রীকে শ্লীলতাহানির ঘটনায় মকবুল হোসেনের বিরুদ্ধে রবিবার রাতে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রামের প্রতিবন্ধী পল্লী চিকিৎসক সেলিম রেজা জীবিকার জন্য বাড়ি থেকে আড়াই কিলোমিটার দূরে শেরুয়া বটতলা এলাকায় রোগী দেখাসহ ওষুধ বিক্রি করে আসছেন। সেই সুযোগে একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে লম্পট মকবুল হোসেন গত তিন বছর ধরে প্রতিবন্ধির স্ত্রী সুমাইয়া আক্তার সুমিকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেলিম রেজা বাড়িতে না থাকায় মকবুল সুযোগ বুঝে তার বাড়ির সামনে প্রতিবন্ধীর স্ত্রী সুমিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তিন পালিয়ে যান।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রদল কমিটি ঘোষণার জেরে চুয়েটের ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: চাঁদাবাজি নয়, দোকান দখল নিয়েই বিরোধে হত্যা
তোফায়েল বনাম শেখ সেলিম: আ.লীগের রাজনীতিতে কে বেশি ক্ষমতাবান ছিলেন?
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা