জগন্নাথের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৪
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটের সামনের অবৈধ লেগুনা স্ট্যান্ড ও আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় রড ও টিন দিয়ে ঝালাই করে বন্ধ রাখা দ্বিতীয় গেটটিও উন্মুক্ত করেন তারা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রড ও টিন দিয়ে বন্ধ রাখা দ্বিতীয় গেট ভেঙে ফেলেন। পরে তারা গেটের সামনে লেগুনা স্ট্যান্ড এবং ফুটপাতের অবৈধ সব দোকান অপসারণ করেন।

এর আগে গত রবিবার শিক্ষার্থীরা লেগুনা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দেখা করে এক সপ্তাহের মধ্যে লেগুনা স্ট্যান্ড সম্পূর্ণভাবে তুলে দিয়ে দ্বিতীয় গেট সংস্কার করে পুরোপুরি অবমুক্ত করার দাবি জানান।

আন্দোলনকারী নেতারা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে সবসময় আশ্বাস দিলেও এ ব্যাপারে উদাসীন। জগন্নাথের কোনো জায়গা কারো দখলে নিতে দেয়া হবে না বলে জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা এ বিষয়ে পুলিশ প্রসাশনের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীদের নির্বিঘ্নে চলাফেরা নিশ্চিত করতে যা যা করা দরকার আমরা তা করবো। আগামী সাত দিনের মধ্যে আমরা সব অবৈধ স্থাপনা সরিয়ে দিয়ে দ্বিতীয় গেট উন্মুক্ত করে দেব।’

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/আইএইচ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা