সাপের কামড়ে ঘুমন্ত দুই ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৭| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১১
অ- অ+

ঝিনাইদহে শৈলকুপা উপজেলায় সাপের কামড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত গভীর রাতে নাগপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাগপাড়া গ্রামের মৃত নবাব মন্ডলের দুই ছেলে শাহিন মন্ডল (২৮) ও সোহান মন্ডল (৮)।

স্থানীয়রা জানায়, রাতে খাবার খেয়ে একসাথে ঘুমিয়ে ছিলেন শাহিন ও সোহান। ঘুমন্ত অবস্থায় সোহানের মাথায় সাপে ছোবল দেওয়ার পর শাহিন জেগে উঠলে তাকেও দংশন করে সাপ। এ সময় তাদের চিৎকারে বাড়ির লোকজন উঠে এসে সাপটিকে মেরে ফেলেন। গভীর রাতেই তাদেরকে শৈলকুপা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাদেরকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। অ্যাম্বুলেন্সযোগে কুষ্টিয়া যাওয়ার পথে পথিমধ্যেই ছোট ভাই সোহানের মৃত্যু হয়। পরে কুষ্টিয়া সদর হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই শাহিন মঙ্গলবার ভোরে মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান তাদের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বন্যার্তদের পাশে বিজিবি: ফেনীতে ২০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ
বৃহস্পতিবারের কুমিল্লা বোর্ডের  এইচএসসি পরীক্ষা স্থগিত
সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ বাড়ি জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা