চাঁদাবাজির মামলায় ‍যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৩| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০২
অ- অ+

কুষ্টিয়ায় চাঁদাবাজি মামলায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমার মিজু (৩৬) ও শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন (৪০)।

বিষয়টি নিশ্চিত করে শনিবার সকালে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় চাঁদাবাজি মামলা রয়েছে।

শুক্রবার রাতে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকার হাসানবাগ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় শাহীন জোয়ার্দ্দার নামে এক ব্যবসায়ী যুবলীগ নেতা মিজু এবং সুজনসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের নামে চাঁদাবাজির মামলা করেন। এছাড়া কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অশান্ত করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে মিজুর বিরুদ্ধে।

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা