চেলসিকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল লিভারপুল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫২ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৩

ইউরোপা লিগে আস্তানাকে হারানোর সুখস্মৃতি বেশিদিন স্থায়ী হল না ম্যানচেস্টার ইউনাইটেডের৷ প্রিমিয়ার লিগের আঙিনায় ফিরেই হারের মুখ দেখতে হলো রেড ডেভিলসদের৷ রবিবার ওলে গানার সোল্কজায়েরের দল এবার হার মানল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে৷ অন্যদিকে চেলসিকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল৷ দু’বার পিছিয়ে পড়েও অ্যাস্টন ভিয়াকে পরাজিত করল আর্সেনাল৷

চেলসিকে হারিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করা ম্যানচেস্টার ইউনাইটেড ৬টি ম্যাচে জিতেছে আরও একটি ম্যাচে৷ ঘরের মাঠে লেস্টারকে তারা পরাজিত করে৷ তবে আটকে যেতে হয় উলভস ও সাউদাম্পটনের কাছে৷ মাঝে ক্রিস্টাল প্যালেসের কাছে হার স্বীকার করার পর এবার ওয়েস্ট হ্যামের কাছে লাঞ্ছিত হতে হয় ইউনাইটেডকে৷ অ্যাওয়ে ম্যাচে ম্যানইউ ০-২ গোলে পারজিত হয় ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে৷ হোম টিমের হয়ে ৪৪ ও ৮৪ মিনিটে দু’টি গোল করেন আন্দ্রি ইয়ারমোলেঙ্কো ও অ্যারণ ক্রেসওয়েল৷ এই হারের ফলে ম্যান ইউ ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৮ নম্বরে নেমে যায়৷

এদিকে চেলসির সময়টাও ভালো যাচ্ছে না মোটেও৷ চ্যাম্পিয়ন্স লিগে ভ্যালেন্সিয়ার কাছে হারার পর এবার ঘরের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসি ১-২ গোলে বিধ্বস্ত হল লিভারপুলের কাছে৷ লিভারপুলের হয়ে ১৪ মিনিটে প্রথম গোল করেন আলেকজান্ডার আর্নল্ড৷ ৩০ মিনিটে দ্বিতীয় গোল রবার্তো ফির্মিনোর৷ ৭১ মিনিটে চেলসির হয়ে ব্যবধান কমান এনগোলো কান্তে৷ এই জয়ের সুবাদে লিভারপুল ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রাখে৷ চেলসি ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে নেমে যায়৷

প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে ঘরের মাঠে অ্যাস্টন ভিয়ার বিরুদ্ধে উত্তেজক জয় তুলে তুলে নেয় আর্সেনাল৷ ২০ মিনিটে অ্যাস্টনের হয়ে গোল করেন জন ম্যাকগিন৷ ৫৯ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করেন পেপে৷ ৬০ মিনিটে ওয়েসলির গোলে পুনরায় এগিয়ে যায় ভিয়া৷ ৮১ মিনিটে চেম্বার্স পুনরায় গানার্সদের সমতায় ফেরান৷ ৮৪ মিনিটে আর্সেনালের হয়ে জয়সূচক গোল করেন পিয়ের-এমেরিক৷ ঘরের মাঠে এই মাচে জয় তুলে নিয়ে আর্সেনাল ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে উঠে আসে৷

(ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :