পুকুরে পাওয়া গেল বিলুপ্ত প্রজাতির কুমির!

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৮| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৯
অ- অ+

রাজশাহীর চারঘাট উপজেলার একটি পুকুরে বিলুপ্তপ্রায় প্রজাতির মিঠাপানির কুমির পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা কুমিরটিকে উদ্ধার করেন। চারঘাটের মিয়াপুর গ্রামের রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির পুকুর থেকে রবিবার দিনভর চেষ্টার পর কুমিরটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, বাংলাদেশে লোনাপানির কুমির আছে। কিন্তু ১৯৫৯ সাল থেকে মিঠাপানির কুমিরকে বিলুপ্ত বলে মনে করা হতো। ইদানীং কিছু কিছু জায়গায় দু’একটি মিঠাপানির কুমির দেখা যাচ্ছে। এরই মধ্যে রাজশাহীর এই পুকুরে বিলুপ্ত প্রজাতির এই কুমিরটি পাওয়া গেল।

তিনি বলেন, এক সময় খাল-বিল-নদীতে মিঠাপানির কুমির দেখা যেত। দিনে দিনে তা বিলুপ্ত হয়ে যায়। এখন নদীতে কিছু ঘড়িয়াল দেখা যায়। তবে পুকুরে ধরা পড়া কুমিরটি নদী থেকেই এসেছে। পুকুর থেকে পদ্মা নদীর দূরত্ব এক কিলোমিটারেরও বেশি। তবে এই কুমির ডাঙ্গায় চলাচল করতে পারে। এক-দেড় কিলোমিটার চলাচল করতে পারা এদের কোনো ব্যাপারই নয়। হয়তো রাতে কুমিরটি পদ্মা নদী থেকে পুকুরে চলে এসেছিল।

পুকুরের পাড়েই বাড়ি মনিমুল ইসলামের। রবিবার সকালে তিনিই প্রথম দেখেন কুমিরটি। মনিমুল বলছেন, ঘুম থেকে উঠে বাইরে এসে পুকুরে দিকে তাকাতেই দেখি একটি কুমির মাঝে মাঝে মাথা উঁচু করে পাড়ের দিকে আসছে। এ সময় সবাইকে ডাকাডাকি করে বিষয়টি জানাই। উপজেলা চেয়ারম্যান, স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকেও খবর দেয়া হয়। তাদের মাধ্যমে আসেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা। পরে সন্ধ্যার দিকে কুমিরটিকে উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক বলেন, পুকুরে কুমির থাকার খবর ছড়িয়ে পড়লে উৎসুক শত শত মানুষ দেখার জন্য পুকুরপাড়ে ভিড় জমান। কুমিরটি ক্ষিপ্ত হয়ে উঠলেই দুর্ঘটনা ঘটতে পারতো। তবে আমরা গিয়ে সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে কুমিরটিকে উদ্ধার করি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, কুমিরটি সুস্থ আছে। তারপরেও তাদের ওয়াইল্ডলাইস সেন্টারে রেখে কুমিরটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। কুমিরটিকে বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হবে। সেখানে এই প্রজাতির কয়েকটি কুমির রয়েছে। রাজশাহীর কুমিরটিকে একসঙ্গে রাখার মাধ্যমে বংশবিস্তারের চেষ্টা করা হবে। তবে এটির লিঙ্গ শনাক্ত করা যায়নি।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/আরআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা