সহকারীর হাতে স্টিয়ারিং, নিজের বাসচাপায় চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৪
অ- অ+

রাজধানীর সায়দাবাদের নিজের বাসচাপায় প্রাণ হারিয়েছেন এক চালক। তার নাম জাহাঙ্গীর আলম। চালকের সহকারী গাড়ি ঘোরাতে গেলে তার নিচে পড়ে প্রাণ হারান জাহাঙ্গীর।

সোমবার রাতে সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

২৬ বছর বয়সী নিহত জাহাঙ্গীরের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। তার বাবার নাম হেলাল উদ্দিন। তিনি সুরমা সুপার পরিবহন বাসের চালক ছিলেন।

সুপার পরিবহনের সুপারভাইজার মনির হোসেন জানান, রাতে সায়দাবাদ বাসস্ট্যান্ডে গাড়ি থামিয়ে পাশে দাঁড়িয়েছিলেন চালক জাহাঙ্গীর। চালকের সহকারী তখন গাড়িটি ঘোরাচ্ছিলেন। এ সময় পাশ দিয়ে আরেকটি বাস আসে। এতে নিজের বাস ও ওই বাসের মধ্যখানে চাপা পড়ে গুরুতর আহত হন জাহাঙ্গীর। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আবদুল খান জানান, হাসপাতালে আনার আগেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা