গাইবান্ধায় অস্ত্র-গুলিসহ দুই ডাকাত গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০১৯, ২২:১৭
অ- অ+

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ছয় রাউন্ড গুলি ভর্তি রিভলভারসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

বুধবার বিকাল ৪টার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে সন্ধ্যা ৬টার দিকে সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ বাজারের পাশে গাছাবাড়ি গ্রামে ডাকাত মজনুর বাড়ির ঘরের মেঝেতে পুতে রাখা গুলি ভর্তি রিভলবারটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ডাকাতরা হলেন- উপজেলার গাছাবাড়ি গ্রামের মজনু ও অনন্তুপুর গ্রামের মোহাব্বত আলী গাদু।

গাইবান্ধা ডিবি পুলিশের পরিদর্শক মোস্তাফিজার রহমান ঢাকাটাইমসকে জানান, মজনু ও গাদু চিহ্নিত ডাকাত। তারা পথচারী ও যানবাহন আটকিয়ে যাত্রীদের মাথায় রিভলবার ঠেকিয়ে সর্বস্ব লুট করে নিতো। গোপন খবরে বিকালে ফাঁসিতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী মজনুর বাড়ি থেকে গুলি ভর্তি রিভলবার উদ্ধার করা হয়।

মজনুর মায়ের ঘরের ভেতরের মাচার নিচে মাটির ভেতরে পলিথিন দিয়ে মুড়ে পুতে রাখা অবস্থায় গুলি ভর্তি রিভলভারটি মজনু সবার সামনেই বের করে বলেও ওসি জানান।

(ঢাকাটাইমস/২অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণহত্যা মামলায় শর্তসাপেক্ষে রাজসাক্ষী মামুনকে ক্ষমা, পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ
ইংরেজি ভাষা আয়ত্তের বিকল্প নেই: এডাস্ট চেয়ারম্যান
সোনারগাঁয়ে বিএনপির প্রচারপত্র বিলি অনুষ্ঠানে নেতাকর্মীদের ঢল
মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে জড়ানো রাজনৈতিক ষড়যন্ত্র: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা