জালালাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত

সিলেটের সঙ্গে চট্টগ্রামের ট্রেন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৯, ১১:০৩| আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১১:০৮
অ- অ+
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে সিলেট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে আখাউড়া স্টেশনে প্রবেশের মুখে ট্রেনটি লাইনচ্যুত হয়।

আখাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সেতাফুর রহমান জানান, ‘জালালাবাদ এক্সপ্রেসের দুই বগির মাঝখানের যন্ত্রাংশ ভেঙে গেলে ট্রেনটির পেছনের দিকের চারটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হননি।’

দুর্ঘটনায় লাইন আটকে যাওয়ায় সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে কাজ শুরু করে কর্তৃপক্ষ। তবে বগি সরিয়ে লাইন ঠিক করতে কত সময় লাগতে পারে তা জানা যায়নি।

আখাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান জানান, দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ থাকলেও ট্রেন সিডিউলের বিপর্যয় ঘটবে না। কেননা, ওই পথে বেলা একটার আগে আর কোনো ট্রেন নেই। উদ্ধার কাজ শেষ করতে ঘন্টা খানেকেরও বেশি সময় লাগবে বলে তিনি জানান।

ঢাকাটাইমস/৪অক্টোবর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা