তাড়াশে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০১৯, ১২:৫০
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশে সাথী খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার বারুহাস ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাথী খাতুন ওই গ্রামের আফসার আলীর ছেলে মোস্তাকিম বিল্লাহর তৃতীয় স্ত্রী এবং একই উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের কোহিত গ্রামের জমিন উদ্দিনের মেয়ে।

নিহতের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়। হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। মোস্তাকিম বিল্লাহ আগের দুই স্ত্রীকে যৌতুক না দেয়ায় নির্যাতন করে তাড়িয়ে দিয়েছে। সাথীকেও সে যৌতুক নিয়ে বিয়ে করেছিল। এরপর তার কাছে আরও যৌতুক দাবি করে।

সাথীর বোন স্বপ্না বলেন, ‘যৌতুকের জন্য সাথীকে প্রায়ই নির্যাতন করতো তার স্বামী মোস্তাকিম। সংসার টিকিয়ে রাখতে সাথী পরিবারের লোকজনকে এই বিষয়টি কখনোই জানায়নি।’

এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন,‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলেই বোঝা যাবে, এটা হত্যা না আত্মহত্যা। সে অনুযায়ী পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকাটাইমস/৮অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা