তাড়াশে জঙ্গলে মিলল বৃদ্ধের ক্ষত-বিক্ষত লাশ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৯, ১২:০৮
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশে কারী মো. আবুল হোসেন মোল্লা (৭০) নামের এক বৃদ্ধের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সগুনা ইউনিয়নের ইশ্বরপুর গ্রামের উত্তর মাঠে সাত্তারের ভিটার জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ইশ্বরপুর গ্রামের জামে মসজিদের সাবেক ইমাম ছিলেন।

নিহত আবুল হোসেনের ভাতিজা আব্দুস সামাদ জানান, ৪/৫ দিন আগে তার চাচা আবুল হোসেন মোল্লা বাড়ি থেকে রাগারাগি করে বের হয়ে যান। এরপর তাকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। তিনি আরও জানান, তার চাচা বাধর্ক্যজনিত কারণে অপ্রকৃতিগ্রস্ত ছিলেন।

রবিবার সকালে লোকজন মাঠে কাজ করতে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে বৃদ্ধের লাশ শনাক্ত করে। পরে তাড়াশ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তাড়াশ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, তিনি লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা