পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে আটক ৫

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৯, ২০:৫১
অ- অ+

যশোরে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ওয়াকিটকি সেট।

বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে শহরের মুজিব সড়কে জিলা স্কুলের সামনে থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- যশোরের চৌগাছা উপজেলার মাশিলা গ্রামের লিপি, যশোর শহরের রায়পাড়ার প্রিয়া, শংকরপুর এলাকার সোহেল, বাবু এবং রামকৃষ্ণ আশ্রম রোডের অহেদুল।

এসআই আমিরুজ্জামান বলেন, তাদের কাছে খবর ছিল একটি চক্র পুলিশ পরিচয় দিয়ে শহর এবং শহরতলীর বিভিন্ন জায়গায় ছিনতাই ও চাঁদাবাজি করছে। বিকালে চক্রটির সদস্যদের জিলা স্কুলের সামনে থেকে আটক করা হয়।’

আটক লিপিকে মাদকসেবী ও বিক্রেতা জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘সে চৌগাছা এলাকা থেকে ফেনসিডিল ও ইয়াবা বহন করে শহরের বিভিন্ন লোকের কাছে সাপ্লাই দেয়। এছাড়াও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।’

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা