স্কুলে যাওয়া শিশুটি লাশ হয়ে ফিরল বিকালে

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৯, ২২:৪৪
অ- অ+

নড়াইলের লোহাগড়া উপজেলার সিঙ্গা গ্রাম থেকে সাত বছরের শিশু রমজানের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল ৪টার দিকে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। রমজান সিঙ্গা গ্রামের ইলু শেখের ছেলে।

লোহাগড়া থানার ওসি মোকাররম হোসেন জানান, ‘সকাল ৯টার দিকে শিশু রমজান বাড়ি থেকে স্কুলে যায়। এ সময় তার সঙ্গে আরো দুই সহপাঠী ছিল। তবে স্কুল ছুটির পরও রমজান বাড়িতে না ফেরায় তার পরিবারের সদস্যরা খোঁজ করেন। এক পর্যায়ে বিকালে রমজানদের বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। রমজান সিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। তার শরীরে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যাকাণ্ড, না অন্য কারণে রমজানের মৃত্যু হয়েছে; তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

এদিকে রমজানের খালা লাকি বেগম জানান, প্রায় চার বছর আগে রমজানের মা মাবিয়া বেগম অসুস্থতার কারণে মারা যান। রমজান সৎ মায়ের সংসারে বড় হচ্ছিল। লাকির অভিযোগ, সৎ মা রমজানকে হত্যা করে ডোবায় ফেলে দিয়েছে।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা