বাড়ি ভাঙচুরের অভিযোগে দিল্লির স্পিকারের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৯, ১১:০৬
অ- অ+

জোর করে অন্যের বাড়িতে প্রবেশ এবং ভাংচুরের অভিযোগে আম আদমী সরকারের স্পিকার রামনিবাস গোয়েলকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালে পূর্ব দিল্লির একটি কলোনির এক বাড়িতে দলবল নিয়ে প্রবেশ করে ভাঙচুর করেন বর্তমানে দিল্লির বিধানসভার এই স্পিকার।

রামনিবাস গোয়েল ছাড়াও এই অপরাধে আরও চারজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ১০০০ টাকা করে জরিমানা দেওয়া হয়েছে। রামনিবাস গোয়েল ছাড়া এই বাকি চার জন হলেন সুমিত গয়াল, হীতেশ খান্না, অতুল গুপ্তা এবং বলবীর সিং। তবে উচ্চতর আদালতে আবেদন করার জন্য এদের ব্যক্তিগত ১ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জ‌ুর করা হয়েছে।

তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ৭২ বছরের আম আদমী পার্টির নেতা রামনিবাস গোয়েল। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সেশন কোর্টে আবেদন করবেন বলে জানিয়েছেন।

২০১৫ সালে দিল্লি বিধানসভা ভোটের আগের দিন ভোটারদের প্রভাবিত করতে মদ ও কম্বল বিলির অভিযোগ পেয়ে ওই বাড়িতে তারা হামলা চালান বলে অভিযোগ।

ঢাকা টাইমস/১৯অক্টোবর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা