বিয়ের দেড় মাসের মাথায় সড়কে প্রাণ গেল দম্পতির

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৯, ০৯:০৭
অ- অ+

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মহাসড়কে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় সদ্য বিবাহিত দম্পতির মৃত্যু হয়েছে। এ সময় অটোরিকশায় থাকা আরও চার যাত্রী আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঘুন্টিঘরের বটতলা এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলা সিন্দুর্না ইউনিয়নের পাঠানবাড়ি এলাকার আব্দুল সোবাহানের ছেলে মোস্তাফা হোসেন (২৬) এবং তার স্ত্রী রাহেলা বেগম (২০)। দেড় মাস আগে তাদের বিয়ে হয়।

পুলিশ জানায়, স্বামীকে নিয়ে রাহেলা ভোটমারী থেকে অটোরিকশা করে হাতীবান্ধায় তার বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এসময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি ছিটকে পড়ে যায়। এসময় স্বামী-স্ত্রী ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

অটোরিকশায় থাকা চার যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ময়নাতদন্তের পর নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা