নিজের পা কেটে ফেলতে বলেছিলেন বাতিস্তুতা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৯, ১৭:২৮
অ- অ+

যন্ত্রণায় কাতর হয়ে একসময় ডাক্তারকে তিনি বলেছিলেন অস্ত্রোপচার করে পা–টাই কেটে বাদ দিয়ে দিতে। সেটা অবশ্য করতে হয়নি। গোড়ালিতে সফল অস্ত্রোপচার হয়েছে গ্যাব্রিয়েল বাতিস্তুতার। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলারের আশা, অবশেষে তিনি হয়তো স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবেন।

ফুটবল ছাড়ার পর থেকেই পায়ে অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন বাতিস্তুতা। পায়ের যন্ত্রণা এক–একসময় প্রচণ্ড বেড়ে যেত। সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে বাতিস্তুতা সাংবাদিকদের বলেছেন, ‘‌ব্যথায় কাতর হয়ে পড়তাম মাঝেমাঝে। ডাক্তারকে বলেছিলাম যাতে অস্ত্রোপচার করে পা কেটে বাদ দেওয়া যায়। এমনও হয়েছে যে অনেকদিন বিছানা থেকে নামতেই পারিনি। যন্ত্রণায় কাঁদতে কাঁদতে নিজেকে বলতাম, এভাবে চলতে পারে না।’‌

দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন থাকা বাতিস্তুতা বলেন, ‌‘‌গত ৬–৭ বছর ধরে অস্ত্রোপচারের চেষ্টা অবশেষে সফল হল। ৪০ দিন পরে ব্রেস যখন খুলে দেওয়া হবে, তখন বুঝতে পারব যে ব্যথা পুরোপুরি চলে গিয়ে স্বাভাবিকভাবে হাঁটতে পারব কিনা।’‌

তাঁর দাবি, খেলা ছেড়ে দেওয়ার পরই তিনি বুঝতে পারেন গোড়ালির হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে আছে। হাড়ের ওপর হাড় উঠে গিয়েছে। সামান্য নড়াচড়াতেও ব্যথা করত।

(ঢাকাটাইমস/২০ অক্টোবর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ আটক ১
বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের বড় ভাই দেলোয়ার গ্রেপ্তার
২৪ ঘণ্টায় মহাখালী কাণ্ডসহ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি
ছয় মাসে ১৭৯৫৭ দুর্ঘটনায় সড়কে ঝরল ২৭৭৮ প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা