মেহেরপুরে যৌন উত্তেজক সিরাপ তৈরির কারখানার সন্ধান

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৯, ২২:৪৬
অ- অ+

মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় বাবুর বাড়িতে অভিযান চালিয়ে অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপ তৈরির কারখানার সন্ধ্যান পেয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় সেখান থেকে সিরাপ, খালি বোতল, সিরাপ তৈরির বিভিন্ন উপকরণসহ সরঞ্জামও জব্দ করা হয়। আটক করা হয় সোহেল রানা নামে এক যুবককে।

রবিবার রাত সাড়ে ৮টারটার এ অভিযান চালান করেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমানসহ ডিবি পুলিশের সদস্যরা। সিলগালা করে দেয়া হয় ভবনটি।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সোহেল রানার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ। সেখান থেকে ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেই অভিযানের অংশ হিসেবে রবিবার রাতে শহরের মল্লিকপাড়ায় লিচু বাগানের পাশে একটি তিনতলা বাড়িতে অভিযান চালানো হয়। পরে সিলগালা করে দেয়া হয় পুরো ভবনটি।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা