মৌলভীবাজারে ভুয়া ডিবি পুলিশ আটক

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৯, ১৮:৩৪
অ- অ+

জেলা শহর থেকে শাওন রায় নামে এক ভুয়া গোয়েন্দা পুলিশকে আটক করা হয়েছে। সোমবার বিকাল ৩টার দিকে শহরের কোদরত উল্লাহ সড়কের আলামিন জেনারেল স্টোর থেকে তাকে আটক করা হয়।

আটক শাওন রায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পাতির বাংলা এলাকার বিমল রায়ের ছেলে।

মৌলভীবাজার গোয়েন্দা পুলিশের ওসি বিনয় ভূষণ রায় জানান, শাওন বিকালে শহরের কোদরত উল্লাহ সড়কের আলামিন জেনারেল স্টোরে এসে বলে- আপনারা পলিথিনের ব্যবসা করেন আমি ডিবির লোক আমাকে টাকা দিতে হবে। পরে তার ব্যবহার সন্দেহ হয় এবং তারা তার পরিচয় নিশ্চিত করতে বলেন। পরে জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পুলিশ বলে প্রমাণিত হয়। পরে গোয়েন্দা পুলিশকে খবর দেন তারা।

পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুনে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ: ক্রাইমে উত্তরা, গোয়েন্দা লালবাগ
জনতা ব্যাংকে বিকাশের মাধ্যমে রেমিটেন্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা