‘স্মার্ট কার পার্কিং’ চালু করছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৯, ১৮:৪৬
অ- অ+

যত্রতত্র পাকিং ঠেকাতে সড়কে সেন্সর বসাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই সেন্সরের মাধ্যমে জানা যাবে কোথায় গাড়ি পার্কিং করা হয়েছে। নতুন এই পদ্ধতিকে বলা হচ্ছে ‘স্মার্ট কার পার্কিং’।

সোমবার উত্তরায় সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করতে এসে এই কথা জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

মেয়র বলেন, ‘জনগণের টাকায় রাস্তা করছি, আর সেই রাস্তায় গাড়ি পার্কিং করে রাখবে এটা হবে না। আমরা রাস্তায় সেন্সর বসিয়ে স্মার্ট কার পার্কিং সিস্টেমে যাচ্ছি। রাস্তায় গাড়ি পার্ক করলেই আমাদের কাছে সমস্ত তথ্য চলে আসবে। নির্দিষ্ট চার্জ দিয়ে গাড়ি রাস্তায় রাখতে পারবেন।’

সড়ক নির্মাণের আগে সড়কে পানি নিষ্কাশন সুবিধা নিশ্চিত করতে চান মেয়র আতিকুল। বলেন, ‘আমরা যেসব রাস্তা করছি, সেগুলোতে আগে পানি নিষ্কাশন নিশ্চিত করছি। পানি নিষ্কাশন না হলে রাস্তা বানাতে টাকা ঢেলে লাভ নেই।’

সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

উত্তরার ৪ নম্বর সেক্টরে ২.৮৭৪ কি.মি. সড়ক, ৪.৯৪৮ কি.মি. ফুটপাত, ৪.৯৪৮ কি.মি. আরসিসি নর্দমা এবং ১০৫০ মি.মি. ডায়াপাইপ বিশিষ্ট ৪০০ মিটার নর্দমা নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম।

প্রায় ১৭ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পের কাজ আগামী বছরের মে মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

প্রকল্পটির কাজ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান মাইশা কনস্ট্রাকশন (প্রা.) লিমিটেড।

অনুষ্ঠানে কাজের মান ঠিক রাখতে ঠিকাদারের প্রতি নির্দেশ দেন মেয়র আতিকুল। কাজ তদারকির জন্য তৃতীয় পক্ষকে দায়িত্ব দেয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘কাজ তদারকি করার জন্য তৃতীয় পক্ষকে দায়িত্ব দেয়া হবে। তারা যেকোনো সময় রাস্তার নমুনা কাটিং করে বুয়েটে পাঠাবে। যদি উপকরণগুলো না ঠিক থাকে, অর্থাৎ কাজের মান খারাপ হলে ডিএনসিসি বিল দেবে না।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন প্রমূখ।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা