সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মাগুরায় মানববন্ধন

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৯, ১৫:০৩| আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১৫:০৮
অ- অ+

বিশ্ব অল রাউন্ডার ক্রিকেটার মাগুরার কৃতি সন্তান সাকিব আল হাসানকে আইসিসির দেয়া এক বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার সকালে তার নিজ জেলা মাগুরায় এ কর্মসূচি পালিত হয়। মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে মাগুরাবাসী ও খেলোয়াড়বৃন্দ এই কর্মসূচির আয়োজন করে।

এ সময় সাকিবের শাস্তি প্রত্যাহার জানিয়ে ‘নো সাকিব, নো ক্রিকেট’ ‘সাকিবকে দেয়া নিষেধাজ্ঞা মানি না, মানব না’ বলে স্লোগান দেন বিক্ষুব্ধ মাগুরাবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন- জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদী হাসান উজ্জ্বল, মাগুরার ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি, সাবেক ফুটবলার আকরাম হোসেন নান্নু, মহাসিন, আরিফসহ অনেকে।

বক্তারা বলেন, ‘অন্যায়ভাবে সাকিবের ওপর এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া হয়েছে। এই শাস্তি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

এদিকে আইসিসি ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট খেলা থেকে নিষিদ্ধ করার খবর শোনার পরপরই মাগুরার ক্রিকেটপ্রেমীদের মধ্যে হতাশা নেমে আসে। শহরের ক্রিকেটপ্রেমী মানুষ এর তীব্র নিন্দা জানান। চায়ের দোকান, হাট-বাজার, মার্কেটসহ মাগুরা শহরের মানুষ এ ঘটনা শোনার পর মর্মাহত হয়েছেন।

জেলার অন্যতম ক্রীড়া সংগঠক ও ইয়াং স্টার একাডেমির পরিচালক বারিক আনজাম বারকি জানান, ‘এক বছর সাকিব ক্রিকেট থেকে সরে থাকা বাংলাদেশের জন্য বড় বিপর্যয়। সামান্য ভুলের কারণে তার এ ধরনের শাস্তি আমরা মাগুরাবাসী মেনে নিতে পারছি না। একজন ভালো খেলোয়াড় দলের জন্য খুবই জরুরি। আলরাউন্ডার খেলোয়াড় বলেই তার চাহিদা অনেক বেশি। সাকিব দলে থাকা মানেই দলের জন্য অনেক শক্তি।’

শহরের ক্রিকেটফ্যান আকাশ, জয়, সাকিব, তুর্যসহ তাজিল জানান, ‘সাকিব আল হাসান দেশ তথা মাগুরার গর্ব। সাকিব ছাড়া বাংলাদেশ ক্রিকেট অসম্পন্ন। এক বছর সাকিব ক্রিকেট খেলতে না পারলে বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ হবে। আমরা চাই সাকিব ক্রিকেটে আবার ফিরে আসুক।’

মাদ্রাসাশিক্ষক বাবলুর রহমান জানান, ‘আমরা খুবই হতাশ হয়েছি। সাকিব ক্রিকেটে থাকবে না- এটা হবে না। সাকিব শুধু মাগুরার অহংকার নয়, বিশে^র গর্ব। বাংলাদেশ দলে সাকিব না থাকলে তা হবে বড় ক্ষতির কারণ।’

সাকিব আল আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল তার ছেলের এক বছর ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার বিষয় নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি হতাশ ও মর্মাহত।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত ৯৫, মোট মৃত্যু ছাড়াল ৫৮ হাজার
লন্ডনে উড্ডয়নের পরই বিমান বিধ্বস্ত, বাতিল সব ফ্লাইট
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা