গাছ থেকে আ.লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০১৯, ১১:০৪
অ- অ+
ফাইল ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় গাছ থেকে শাকিল হোসেন নামে আওয়ামী লীগের এক নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১০টার দিকে দীঘিনালার মেরুং ইউনিয়নের দুর্গম রেংকার্য্য এলাকায় লাশটি পাওয়া যায়।

নিহত শাকিল দীঘিনালার মেরুং ইউনিয়নের শহীদ জব্বারপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে। তিনি মেরুং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

স্থানীয় আওয়ামী নেতা ও মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহমান কবির রতন জানান, শুক্রবার সন্ধ্যায় ব্যক্তিগত কাজে রেংকার্য্য এলাকায় যান শাকিল। রাত ১০টার দিকে পথচারীরা রাস্তার পাশে একটি গাছে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দেব বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাকিল আত্মহত্যা করেছেন না কি কেউ তাকে হত্যা করেছে বিষয়টি এখনো স্পষ্ট হয়। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ।

ঢাকাটাইমস/২নভেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা