কৃষক লীগে স্বচ্ছ নেতৃত্ব উপহার দেওয়া হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৯, ১৩:০৯| আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৩:১০
অ- অ+
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

চলমান ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানের সঙ্গে সঙ্গতি রেখে কৃষক লীগে স্বচ্ছ নেতৃত্ব উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের ১০ম সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নেত্রী যে শুদ্ধি অভিযান শুরু করেছেন সেই শুদ্ধি অভিযানের সঙ্গে সঙ্গতি রেখে আমার আজকে একটি পরিচ্ছন্ন, স্বচ্ছ ও ক্লিন ইমেজের নেতৃত্ব বাংলাদেশের জনগণকে উপহার দেব।’

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার উন্নয়ন অর্জন শুধু এই দেশে নয় সারা দুনিয়াব্যাপী সুনাম অর্জন করেছে।

কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামসুল হক রেজা।

দেশে কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থরক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন হয় সর্বশেষ ২০১২ সালের ১৯ জুলাই। এর সাত বছর পর সংগঠনটির ১০ম সম্মেলন হচ্ছে আজ।

কৃষক লীগের সম্মেলনে অংশ নিতে সারাদেশ থেকে সাড়ে আট হাজার কাউন্সিলর ঢাকায় এসেছেন। সম্মেলনে উপস্থিত আছেন আট হাজার ডেলিগেট।

ঢাকাটাইমস/৬নভেম্বর/টিএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি ও তারেক রহমানের চরিত্র হননের ঘৃণ্য অপচেষ্টার প্রতিবাদ বিএনপির 
চাঁদাবাজদের হুমকিতে ভয় নয়, সরাসরি জানান পুলিশকে: এডিসি জাকারিয়া
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগে আসছে নতুন পরিকল্পনা
পৃথিবীর সর্বোচ্চ দামে পৌঁছাল বিটকয়েন, মূল্য ছাড়ালো ১ লাখ ২০ হাজার ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা