সড়ক আইনের ৭৯ ধারা বাতিলের দাবি

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৯, ২১:০৬
অ- অ+

মাগুরায় সড়ক পরিবহন আইনের ৭৯ ধারা বাতিল করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলা কার-মাইক্রোবাস মালিক-শ্রমিক কল্যাণ সমিতি। বুধবার সকালে শহরের ভায়নার মোড় মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য দেন- মাগুরা জেলা মাইক্রোবাস মালিক সমিতির নেতা শামীম হোসেন লিটন, মনিরুল ইসলাম বকুল, সবুজ সাহা প্রমুখ।

বক্তারা দ্রুত এ আইন সংস্কার করে গণমুখী আইন প্রণয়নের দাবি জানিয়ে বলেন, সড়ক পরিবহন আইনের ৭৯ ধারা বাস্তবায়ন করলে অধিকাংশ মাইক্রোবাস মালিক ব্যবসা করতে পারবে না। একই সাথে কয়েক লাখ মালিক ও শ্রমিক বেকার হয়ে পড়বে। ফলে গণপরিবহনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। প্রয়োজনে রুট পারমিট প্রদানের মাধ্যমে আইন মেনে ব্যবসা করার সুযোগ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা