বিজেপিতে গিয়ে ফাঁদে পড়তে চাই না: রজনীকান্ত

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৯, ০৯:৩৫
অ- অ+

ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়ে ফাঁদে পড়তে চান না বলে জানিয়েছেন দেশটির দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন বলে শোনা যাচ্ছিলো। এবিষয়ে পরিস্কার করে তিনি একথা বলেন।

সম্প্রতি তামিলনাড়ুর বিজেপি নেতা পোন রাধাকৃষ্ণণ রজনীকান্তকে তাদের দলে যোগ দেয়ার আহ্বান জানান। এই বিষয়ে এক প্রতিক্রিয়ায় দক্ষিণী এই সুপারস্টার বলেন, তাকে গেরুয়াপন্থী হিসাবে দেখানোর চেষ্টা চললেও এখনও পর্যন্ত তিনি বিজেপির পক্ষ থেকে দলে যোগ দেওয়ার কোনো প্রস্তাব পাননি।

সম্প্রতি তামিলনাড়ু বিজেপি প্রকাশ করেছিল পঞ্চম শতকের কবি তিরুভল্লুবরের গেরুয়া কাপড় পরিহিত একটি ছবি৷ তা নিয়ে সমালোচনার মুখে পড়েন সংশ্লিষ্টরা। সেই প্রসঙ্গ টেনে রজনীকান্ত বলেন, তিরুভল্লুবরের মতোই তাকে গেরুয়া শিবিরে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে কিন্তু এভাবে তাকে ফাঁদে ফেলা যাবে না, তিরুভল্লুরকেও যাবে না।

বেশ কয়েক বছর ধরে রাজনীতিতে প্রবেশের কথা শোনা যাচ্ছে রজনীকান্তের। ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে আলাদা দল ঘোষণা করবেন বলে জানিয়েছেন রজনীকান্ত।

ঢাকা টাইমস/০৯নভেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা