রিয়াদের মধ্যে ধোনির ছায়া দেখছেন ইরফান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৯, ১৮:০৫
অ- অ+

ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের মধ্যে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছায়া খুঁজে পেলেন ইরফান পাঠান।

নাগপুরের ম্যাচের বল গড়ানোর আগে বাংলাদেশ অধিনায়কের প্রশংসা করে ইরফা পাঠান বলছেন, ‘বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দলের বিরুদ্ধে ম্যাচ জিতলে আত্মবিশ্বাস বেড়ে যায়। ক্যাপ্টেন হিসেবে নজর কেড়েছে মাহমুদউল্লাহ। ম্যাচ চলাকালীন যে ছোট ছোট পরিবর্তনগুলো এনেছে তা খুব কার্যকরী।’

মাহমুদউল্লাহর এই ছোট পরিবর্তনগুলো দেখেই পাঠানের মনে পড়ে যাচ্ছে ধোনির কথা। পাঠান আরও বলেন, ‘মাহমুদউল্লাহর নেতৃত্বের মধ্যে ধোনির ক্যাপ্টেন্সির মিল পাওয়া যাচ্ছে। পাওয়ারপ্লের পরে পার্ট টাইম বোলারদের আক্রমণে আনত ধোনি। মাহমুদউল্লাহও একইভাবে পার্ট টাইম বোলারদের ব্যবহার করছে।’

ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ দারুণ উত্তেজক জায়গায় পৌঁছে গিয়েছে। নাগপুরের দিকে তাকিয়ে ক্রিকেটভক্তরা। ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং মনে করেন, বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম তাঁর অভিজ্ঞতা দিয়ে তফাত গড়ে দিতে পারেন ম্যাচে। ভাজ্জি বলছেন, ‘মুশফিকুর রহিমের অভিজ্ঞতা প্রচুর। স্পিন ও পেস বোলিং খেলতে দক্ষ মুশফিক। ওকেই দায়িত্ব নিতে হবে।’

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি রবিবার হবে নাগপুরে। নয়াদিল্লিতে হারের পরে রাজকোটে জিতে দুরন্তভাবে ফিরে এসেছে ভারত। রোহিত শর্মা বিধ্বংসী ব্যাটিং করেছেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে।

(ঢাকাটাইমস/৯ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা