মহাবিপদ সংকেত উপেক্ষা, মেঘনায় মাছ শিকারে জেলেরা

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৯, ১৯:৪৫
অ- অ+

ভোলার উপকূলের জেলেরা ঘূর্ণীঝড় বুলবুলে’র ১০ নম্বর মহাবিপদ সংকেত উপেক্ষা করে মেঘনা নদীতে মাছ শিকারে নেমেছেন। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশংকা রয়েছে।

শনিবার সকাল থেকে ভোলার মেঘনা নদীর তুলাতুলি, ভোলার খাল, মনপুরা উপজেলাসহ বেশ কিছু ঘাট থেকে নদীতে মাছ শিকারে যেতে দেখা গেছে জেলেদের।

শনিবার দুপুর ১২টার দিকে ভোলা মেঘনা তুলাতুলি পাড়ে গিয়ে দেখা যায় জেলেরা ছোট ছোট নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে মাছ শিকারে যাচ্ছেন। তাদের মাঝে ঘূর্ণিঝড়ের কোনো শংকা দেখা যায়নি। তবে জেলেরা বলছেন, আকাশ মেঘলা থাকলে নদীতে মাছ বেশী পাওয়ায় সে জন্য তারা মাছ শিকারে যাচ্ছেন। পরিস্থিতি বেশী খারাপ হলে তারা তীরে চলে আসবেন।

এদিকে বেলা বারার সাথে সাথে বৃষ্টির পাশাপাশি মেঘনা নদীও উত্তাল হতে শুরু করছে। ক্রমেই বাড়ছে নদীর গর্জন। এতেও জেলেরা কোনো রকম শংকা ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরছেন।

তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে গতকাল শুক্রবার থেকেই ভোলার সকল মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।

অপরদিকে সরেজমিনে ভোর থেকে মনপুরার মেঘনা পাড়ের বিভিন্ন ঘাটে গিয়ে দেখা যায়, মেঘনায় হাজার হাজার জেলে নৌকা মাছ শিকারে ব্যস্ত। মৎস্য ঘাটের আড়তগুলো রয়েছে খোলা।

চরনিজামের ইউপি সদস্য নুরনবী মুঠোফোনে জানান, রাতে রেডক্রিসেন্ট সদস্য সহ মসজিদে মসজিদে মাইকিং করা হয়েছে। তারপরও মানুষ আশ্রয়কেন্দ্রে আসছে না। একই অবস্থা বিছিন্ন কলাতলীরচরে।

এছাড়াও শনিবার দুপুর সাড়ে ১২ টায় ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপকের উদ্যোগে মনপুরা থেকে বিচ্ছিন্ন পশ্চিম পাশে শামসুদ্দিন চরে অবস্থানরত ১৮ পরিবারকে মূল ভূ-খণ্ডে নিয়ে আসার জন্য তিনটি ট্রলার পাঠানো হয়েছে।

ভোলার জেলা মৎস্য কর্মকর্তা মো. আজহারুল ইসলাম জানান, আমি সকাল থেকেই নদীর পাড়ে পাড়ে গিয়ে জেলেদেরকে নদীতে যেতে নিষেধ করেছি। তবে এর পরও কিছু জেলে নিষেধাজ্ঞা না মেনে নদীতে মাছ শিকারে গিয়েছে। আমরা কোস্টগার্ডের সাথে কথা বলে তাদেরকে নিরাপদ আশ্রয়ে আনার ব্যবস্থা করছি।

ঢাকাটাইমস/০৯নভেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক ঢাকাটাইমসের হাসান মেহেদীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা