‘শুধু রাঘব বোয়ালই নয়, হাঙ্গররাও ধরা পড়বে’

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
| আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২০:৩৭ | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৯, ২০:০৪

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের শুদ্ধি অভিযানে শুধু রাঘব-বোয়ালরাই ধরা পড়বে না, হাঙ্গরাও ধরা পড়বে। অপেক্ষায় থাকুন। দুর্নীতিবাজ কাউকেও ছাড় দেয়া হবে না।

ঘূর্ণিঝড় বুলবুল সম্পর্কে তিনি বলেন, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সরকার প্রস্তুত। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের সক্ষমতা আছেই বলেই স্বল্প সময়ের মধ্যে সরকার এই দুর্যোগ মোকাবিলায় সবরকম প্রস্তুতি গ্রহণ করেছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ আজ সঠিক নেতৃত্ব নিয়ে দেশ পরিচালনা করছে বলেই বিএনপিতে কেন্দ্রীয় পর্যায়ে পদত্যাগের হিড়িক পড়ে গেছে। বিএনপির কেন্দ্রীয় নেতারা একে একে দল ছেড়ে চলে যাচ্ছেন।

তিনি বলেন, এদেশ থেকে একদিন বিএনপি হারিয়ে যাবে। আগামী দিনের বাংলাদেশে বিএনপি নামক দলের নাম কেউ মুখেও উচ্চারণ করবে না।

বিরল মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম. আব্দুল লতিফ।

আরো বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সারোয়ারুল ইসলাম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।

সভায় বিরল উপজেলার ১২ ইউনিয়নের আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৯নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেলের ডা. মাহমুদুল হাসান

গাজীপুরে দুর্ঘটনা: দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে তীব্র দাবদাহে ঝরে পড়ছে লিচু

চেয়ারম্যানের উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে

ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, নিহত ২

এই বিভাগের সব খবর

শিরোনাম :