মায়ের জন্য দোয়া চাইলেন মোসাদ্দেক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৯, ১৫:০৫
অ- অ+

ভারতের বিপক্ষে আশা জাগিয়েও ২-১ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। সেই ধকল কাটিয়ে না ওঠার আগেই টেস্ট খেলতে ইন্দোরে পাড়ি জমিয়েছেন টাইগাররা। তবে সাদা পোশাকের খেলায় দলে থাকলেও সতীর্থদের সঙ্গে সেখানে যাননি মোসাদ্দেক হোসেন।

সোমবার বিকালে (১১ নভেম্বর) ইন্দোরে পৌঁছায় বাংলাদেশ। সেখানে দলের সঙ্গে যোগ দেন মুমিনুল হক, সাদমান, সাইফরা। তবে টেস্ট দলের বাইরে থাকা ৭ টি-টুয়েন্টি ক্রিকেটারের সঙ্গে দেশে ফেরেন মোসাদ্দেক।

ঢাকায় পা রেখে সোশ্যাল মিডিয়ায় দেশে ফেরার কারণ জানান মোসাদ্দেক। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মায়ের অসুস্থতার খবর জানিয়ে তিনি লিখেন, ‘আশা করি, এখন সবাই বুঝতে পারবেন কেন আমি ভারত থেকে ফিরে এসেছি। আমার মায়ের লিভার ঠিকভাবে কাজ করছে না এবং জরুরি অস্ত্রোপচার দরকার। অনুগ্রহ করে, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। ক্রিকেট ও বাংলাদেশ দল সবসময় আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমার সব শুভাকাঙ্ক্ষীর জন্য ভালোবাসা’।

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৪ নভেম্বর ইন্দোরে। এরপর আগামী ২২ নভেম্বর কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচ খেলতে নামবে দুই দল। ঐতিহাসিক টেস্টটি হবে দিবারাত্রির। স্বভাবতই খেলা গড়াবে গোলাপি বলে। ঘণ্টা বাজিয়ে এর উদ্বোধন করবেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এসময় উপস্থিত থাকবেন বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট খেলা ক্রিকেটাররা। হাজির থাকবেন ইতিহাস গড়া ওই টেস্টের প্রতিপক্ষ ভারত দলের খেলোয়াড়রাও। বিশেষ নিমন্ত্রণ পেয়েছেন সব ভারতীয় সাবেক অধিনায়ক।

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ইমরুল কায়েস, সাদমান ইসলাম, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ, এবাদত হোসেন ও আল-আমিন হোসেন।

(ঢাকাটাইমস/১২ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় পার্টি আর ভাঙবেন না, বাবাকে আর অপমান করবেন না: এরিক এরশাদ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, পেশাদার মাদক কারবারিসহ ৩৫ জন গ্রেপ্তার
বাংলাদেশের উন্নয়নে পল্লীবন্ধু এরশাদের অবদান অনস্বীকার্য: মামুনুর রশীদ
বিএনপির প্রতি জনসমর্থন ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র করছে দুই একটি ইসলামি দল: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা