এসপি হারুনের দুর্নীতির তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৯, ১৮:৩৯| আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৯:৩৯
অ- অ+

নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। পুলিশের আলোচিত এই কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করেছেন অভিযোগ করে তা তদন্তের আবেদন জানানো হয়েছে রিটে।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে সালেহ উদ্দীন নামে এক আইনজীবী রিটটি দায়ের করেন।

বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, রিট আবেদনটির শুনানি হয়নি। আদালত রিটকারী আইনজীবীকে বলেছেন, আপনি এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন-দুদকে একটি আবেদন করেন। তারপর আসেন।

তুষার কান্তি আরও জানান, রিট আবেদনটি স্ট্যান্ড ওভার করা হয়েছে। অর্থাৎ শুনানির জন্য গ্রহণ করা হয়নি।

বিভিন্ন অভিযোগের মুখে গত ৩ নভেম্বর নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করা হয় পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদকে।

অভিযোগ রয়েছে, এসপি হারুন চাঁদার জন্য একাধিক শিল্পপতিকে তুলে নিয়ে সাজানো মামলায় গ্রেপ্তার দেখানোর ভয় দেখিয়েছেন। সম্প্রতি তার বিরুদ্ধে আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলের কাছে চাঁদা দাবি ও তার পরিবারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এসপি হারুন অর রশীদকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে (ট্রেনিং রিজার্ভ) সংযুক্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/এআইএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা