শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৯, ১০:৪৮
অ- অ+

প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ভারতীয় পেসার উমেষ যাদব ও ইশান্ত শর্মা গতির শিকার হলেন টাইগার ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলাম। ‍শুরু থেকেই গতি আর বাউন্সারে কোনঠাসা হয়ে যায় টাইগার ওপেনারদ্বয়, অবশেষে গতির ফাঁদে পা দিয়ে ফিরেন সাজঘরে।

দেখেশুনে খেলতে থাকা ইমরুল কায়েস দলীয় ষষ্ঠ ওভারের শেষ বলে উমেষ যাদবের শিকার হন। বল খোঁচা দিতে গিয়ে স্লিপে থাকা আজিঙ্কা রাহানের ক্যাচে পরিণত হন। ১৮ বলে ৬ রান আসে তার ব্যাট থেকে। পরের ওভারের শেষ বলে ইশান্ত শর্মার গতির কাছে হার মানের আরেক ওপেনার শাদমান ইসলাম। তিনি ২৪ বলে ৬ রান করেন।

প্রথম ম্যাচে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। সকাল ১০টায় শুরু হয় ম্যাচটি।

এই প্রতিবেদনটি করা পর্যন্ত ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সহিংসতা ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগে জড়িত কাউকে ছাড় নয়: ডিআইজি রেজাউল করিম
গোপালগঞ্জের ঘটনা এত পরিমাণে হবে গোয়েন্দা তথ্য ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা
শ্যামলীতে দিনদুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদি ও নাতি বউকে গলা কেটে হত্যা  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা