কুমিল্লায় গেটম্যানের বুদ্ধিতে রক্ষা পেল চট্টলা এক্সপ্রেস

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৯, ২২:৫৬
অ- অ+

লেভেল ক্রসিং গেটে রেললাইনের উপর একটি মাটিবোঝাই ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় গেটম্যান লাল পতাকা উড়িয়ে দেয়া অল্পে রক্ষা পায় ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কুমিল্লার সদর উপজেলার মুড়াপাড়া লেভেল ক্রসিংগেটে এ ঘটনা ঘটে।

মুড়াপাড়া লেভেল ক্রসিংয়ের গেটম্যান টিপু জানান, রেলওয়ের ডাবল লাইন প্রজেক্টের একটি বালুবোঝাই ট্রাক সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে লেভেল ক্রসিং গেটের উপর বিকল হয়ে পড়ে। ঠিক তখন উপজেলার পুরাতন রেল স্টেশন রসুলপুর থেকে কুমিল্লা ছেড়ে আসে চট্টলা এক্সপ্রেস। তখন তিনি ৫টা ৩৪ মিনিটে সিগন্যাল দেখে সামনে দৌড়ে গিয়ে লাল পতাকা দিয়ে থামানোর সংকেত দিলে ইমার্জেন্সি ব্রেক কষে দুর্ঘটনা থেকে রক্ষা পায় চট্টলা এক্সপ্রেস ও শত শত যাত্রীরা।

কুমিল্লা জেলা রেলওয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী রাম নারায়ণ ধর জানান, রেলের উদ্ধার কর্মী ও কুমিল্লা কোতয়ালি থানার পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে ট্রাক থেকে মাটি ফেলে লাইন থেকে ট্রাকটিকে উদ্ধার করে। এতে কুমিল্লা হতে ঢাকার রেল যোগাযোগ প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর চলাচল স্বাভাবিক হয়।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেছবাহ উদ্দিন জানান, বিকল হওয়া ট্রাক উদ্ধার করা হলেও এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা