বিয়ের স্বীকৃতি চাওয়ায় স্ত্রীকে দুই সহযোগী নিয়ে ধর্ষণ

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৯, ০৮:৫১| আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০৮:৫২
অ- অ+
আটক মেহেরুল ও গোপাল

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগুয়ান এলাকার ছোট যমুনা নদী তীরের নির্জন স্থানে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ ওঠেছে সাবেক স্বামী ও তার দুই সহযোগীর বিরুদ্ধে।

শনিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার গৃহবধূকে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেছে। ধর্ষণের অভিযোগে রাতে উপজেলার কেশবপুর এলাকা থেকে গৃহবধূর সাবেক স্বামী ও তার সহযোগীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সাবেক স্বামী ও একই উপজেলার কেশবপুর গ্রামের সাইফুলের ছেলে মেহেরুল ইসলাম এবং ভোজন চন্দ্র বর্মনের ছেলে গোপাল চন্দ্র বর্মন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমান জানান, ফরিদপুরের এক তরুণী গার্মেন্ট শ্রমিকের সঙ্গে মেহেরুলের পরিচয় হয় ঢাকায়। এক বছর আগে তাদের বিয়ে হয়। মেহেরুল মেয়েটিকে ঢাকায় ফেলে রেখে বাড়িতে এসে তালাকনামা পাঠিয়ে দেন। স্ত্রীর স্বীকৃতি পেতে ওই তরুণী চাপ দিতে থাকলে মেহেরুল তাকে একাই পাঁচবিবিতে আসতে বলেন।

মেহেরুলের কথামত মেয়েটি পাঁচবিবি এলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে বাড়ি নেওয়ার কথা বলে মেহেরুল নদীতীরের নির্জন স্থানে নিয়ে যান। সেখানে মেহেরুলসহ তিনজন পালাক্রমে ওই তরুণীকে ধর্ষণ করেন। মেয়েটির আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তিনজন পালিয়ে যায়। পরে মেয়েটিকে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হপাসপাতালে ভর্তি করিয়ে দেয়।

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শনিবার রাত ৯টায় গোপালকে এবং রাত সাড়ে ১১টার দিকে মেহেরুলকে আটক করে।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা