তাড়াশে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৯, ১১:০৬| আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১১:৪৪
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশে ইয়াসিন আলী (৬৫) নামের এক বৃদ্ধকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের খোলাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আলী উল্লাপাড়া উপজেলা আলীয়াপুর গ্রামের মৃত আগর আলী প্রামাণিকের ছেলে।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে ওই গ্রামের একটি ব্রিজের নিচে বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

তাড়াশ থানার ওসি মাহবুব হোসেন জানান, নিহতের ঘাড়ের পেছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা